Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

জঙ্গলে প্রেমিকের লাশ, রাতভর একাকী পাহারা দিলো প্রেমিকা

শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশ পাঠিয়েছে পুলিশ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম

জঙ্গলে গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক। আর সেই লাশ রাতভর একাকী পাহারা দেয় প্রেমিকা। 

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির পাশে নোম্যান্সল্যান্ড জঙ্গলে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে লাশ পাঠিয়েছে  পুলিশ। 

কিশোরী ওই প্রেমিকা ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে নিহত শিপন মালাকার (১৮) তার প্রেমিকাকে নিয়ে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে রাত আনুমানিক ১২টার দিকে পরিধেয় গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সারারাত লাশের পাশেই বসে ছিলো তার প্রেমিকা। সকালে ঘটনাটি অভিভাবকদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহসীন তালুকদার জানান, পানপুঞ্জির জঙ্গল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় লাশের পাশে পাহারারত অবস্থায় এক কিশোরীকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি প্রেমঘটিত কারণেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

   

About

Popular Links

x