Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গায় এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০২:১৬ পিএম

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পাশাপাশি, এঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এলেঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের শহিদুল ইসলাম (২২) ও বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের বায়েজিদ বোস্তামী (২০)।

এব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম ও এলেঙ্গা হাইওয়ে পুলিশফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ঢাকা থেকে বাসা-বাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাওয়ার সময় ভ্যানটি এলেঙ্গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হয়। 

এঘটনায় পিকআপ চালক আহত হয়। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

About

Popular Links