Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: আরও ১৭ প্রাণহানি, নতুন শনাক্ত ৯৯০

গত বছরের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৭৬ জনে দাঁড়িয়েছে

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০৫:০৫ পিএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এক দিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৭৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ৯৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে।

শুক্রবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও নারী সাতজন।

গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৭৪টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১০৩টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.১৮% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৫.৮৮%। মোট মৃত্যুর হার ১.৪৭%।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৯৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৯৫%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।

About

Popular Links