Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভাগ্নের দায়ের কোপে মামা খুন

ওসি বদরুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০৭:২৮ পিএম

যশোরের শার্শা উপজেলায় পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের দায়ের কোপে মামা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২ জানুয়ারি ) বিকেলে উপজেলার অগ্রভূলাট গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম মুক্তার আলী (৬০)। ঘটনার সঙ্গে অভিযুক্ত ভাঙ্গে মামুন (৩০) একই গ্রামের মো. মাজহারুলের ছেলে। 

যশোরের নাভারন সার্কেল পুলিশ সুপার (এসপি) জুয়েল ইমরান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে মামুনের সঙ্গে মামা মুক্তারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার বিকালে ভাগ্নে মামুন দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে মামা মুক্তারকে কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

   

About

Popular Links

x