করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭,৬২৬ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৮৩৫ জন। ফলে দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,১৬,০১৯ জনে।
রবিবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০,৯২৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩২,৬০,৩২৭টি।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬০,৫৯৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.২৬%।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে পরিস্থিতি
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৪৫,৩৫,১১৭ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮,৩৪,৯৬৩ জনে।