মাগুরায় দুই মাথাওয়ালা একটি কন্যাশিশুর জন্ম নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের সদর হাসপাতাল এলাকার জাহান প্রাইভেট হাসপাতালে দুই মাথাওয়ালা শিশুটির জন্ম হয়।
শিশুটির দুটি মাথা থাকলেও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই একজনের।
জাহান হাসপাতাল সূত্র জানায়, সদর উপজেলার জগদল গ্রামের দরিদ্র কৃষক পলাশ মোল্যার স্ত্রী সোনালী বেগম এই শিশুটির জন্ম দেন। সোনালী বেগম বর্তমানে ওই ক্লিনিকেই চিকিৎসাধীন তবে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্লিনিকটির মালিক ডা. মাসুদুল হক বলেন, শিশুটি সুস্থ আছে। তবে তাদের মা অসুস্থ। জন্মের পর শিশুটি মায়ের বুকের দুধ পান করেছে।
তিনি বলেন, “উন্নত চিকিৎসা ছাড়া এই ধরনের শিশুদের বাঁচিয়ে রাখা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য শিশু দুটির অভিভাবককে পরামর্শ দেওয়া হয়েছে।”