ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় চাকরি হারালেন নওগাঁয় কর্মরত সার্জেন্ট আতাউর রহমান।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
নওগাঁ পুলিশ সুপার জানান, গত বছরের আগস্টে সার্জেন্ট আতাউর রহমান এর ডোপ টেস্ট করা হলে ফলাফল পজেটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারী) তাকে চাকরিচ্যুত করা হয়।
পুলিশ সুপার বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে কেউ যদি মাদক সেবন করে থাকে এ জন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজেটিভ আসছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।”
২০১৮ সালের মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পরীক্ষা চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে সরকারি কর্মকর্তাদের প্রতিবছর এসিআরের (বার্ষিক গোপনীয় অনুবেদন বা অ্যানুয়াল কনফিডেনসিয়াল রিপোর্ট) সময় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টও বাধ্যতামূলক কর হয়।