Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে এক লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে ওই সিএনজি চালক

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০৩:১০ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় এক লাখ পিস ইয়াবাসহ হাফেজ আহমদ (৩৫) নামের এক ইয়াবাকারবারীকে গ্রেফতার করেছে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা তাকে এসব ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

আটক হাফেজ আহমেদের বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে। তবে বর্তমানে কর্মসূত্রে কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় থাকে পেশায় সিএনজির চালক হাফেজ আহমেদ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

মো. রফিকুল ইসলাম জানান, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। তা চলে সকালে সাড়ে নয়টা পর্যন্ত। তারপর ঈদগড় দিক আসা সিএনজিকে থামানো হয়। সেটি তল্লাশীকালে ইঞ্জিন বক্সের ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজি চালক হাফেজ আহমেদ ইয়াবা পাচারের কথা স্বীকার করে।

তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ওই সড়ককে ইয়াবা পাচারে নতুন নতুন রুট হিসাবে বের করছে। এসব সড়ক চিহ্নিত করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এক লাখ ইয়াবা উদ্ধারে পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে।


About

Popular Links