Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১, আহত ১০

রবিবার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০১:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে নুর হাকিম (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ১০জন রোহিঙ্গা।

রবিবার (১০ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পেরই বাসিন্দা ছিলো।

টেকনাফ হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএন-এর ইন্সপেক্টর মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে চলা গোলাগুলির ঘটনায় একজন মারা গিয়েছে। আরও ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x