Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

২৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ

ভ্যাকসিন দেশে পৌঁছার দুই দিনের মধ্যে তা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৫:০৪ পিএম

আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে যাচ্ছে বাংলাদেশ।  

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সোয়া চারটায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের ভ্যাকসিন বিষয়ে এক সংবাদ সম্মেলনে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা ৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন নিয়ে আসব এবং সবগুলো ভ্যাকসিন বিতরণ করব। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আমরা আট সপ্তাহের সময় পাব। আশা করি, দ্বিতীয় চালানটি তার আগেই পৌঁছে যাবে।”

প্রথমে ২.৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়ার এবং বাকী ২.৫ মিলিয়ন ডোজ সংরক্ষণ করার পরিকল্পনা ছিল। 

অ্যারফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের স্থানীয় নির্মাতা হল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)।

এর আগে সোমবার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়- সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভ্যাকসিনকে সুরক্ষা দিয়ে প্রত্যন্ত গ্রামীণ জনপদে পৌঁছে দেবে। 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার ভ্যাকসিন দেওয়ার সময় উৎসাহী জনতার অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানোর সচেতনতা তৈরির জন্য গণমাধ্যমের সহায়তা চান।

About

Popular Links