Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

এসিআরে এবার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন লাগবে না

জারিকৃত নতুন অনুশাসনমালা ও ফরম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১০:২২ পিএম

করেনা ভাইরাসের কারণে সরকারি কর্মচারীদের গত বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ফর্মে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন লাগবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এক অফিস  আদেশ জারি করেছে। 

সোমবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক অফিস  আদেশে বলা হয়, “বিদ্যামান কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হল।”

সরকারি চাকুরেদের মধ্যে নবম ও এর উপরের গ্রেডের কর্মচারীদের প্রতি বছর এসিআর জমা দিতে হয়। এবার থেকে নৈতিকতা ও সততাকে প্রাধান্য দিয়ে এসিআরের নতুন ফরম চালু করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাশাপাশি ২০১২ সালে প্রণীত অনুস্বাক্ষর লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালা বাতিল করে নতুন অনুশাসনমালা জারি করা হয়েছে।

জারিকৃত নতুন অনুশাসনমালা ও ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বলা হয়েছে।



   

About

Popular Links

x