Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

গুলশানে আরব আমিরাতের ভিসা অফিসে এসি বিস্ফোরণ, নিহত ১

এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০৩:১৩ পিএম

রাজধানীর গুলশানের সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার ও এনসিসি ব্যাংক ভবনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন    নিহত হয়েছেন ও ৬ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৪৮ মিনিটে গুলশান-২ এর এমপোরি ফাইনানশিয়াল সেন্টার নামের ওই বহুতল ভবনটির নিচতলায় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। গুলশান থানার পরিদর্শক (তদন্ত)শাহনূর রহমান ঘটনাটির সত্যতা ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

নিহতের নাম আজিজুল হক (৩০)। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র টেকনিশিয়ান ছিলেন।

শাহনূর রহমান জানান, নিহতের মৃতদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা আছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও বোমা ডিজপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির মাত্রা এখনও পর্যন্ত জানা যায়নি।About

Popular Links