লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও কনস্টেবল মজিবুল হক ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার খানেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এসআই আব্দুল মতিন (৫০) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা ও কনস্টেবল মজিবুল হক রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক বলেন, “ডিএসবির এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মজিবুল হক পেশাগত কাজে মোটরসাইকেলে সিঙ্গিমারী ইউনিয়নে যাচ্ছিলেন। হাতীবান্ধা থানা থেকে সিঙ্গিমারী যাওয়ার পথে খানেরবাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাকটি আটক করেছি ও লাশ উদ্ধার করেছি।”
ঘটনায় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা দুঃখপ্রকাশ করে বলেন, “আমি ঘটনাস্থলের পথে রওনা দিয়েছি। পরিস্থিতি কী ঘটেছিলো, সেখানে না গেলে বিস্তারিত কিছু বলতে পারছি না।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে।”