Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

'ভারত থেকে আজ আসছে ৩৫ লাখ ডোজ টিকা'

সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২০ লাখ ডোজ এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ লাখ ডোজ আসবে

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৫:৫৫ পিএম

ভারতের কোভিশিল্ড টিকার ৩৫ লাখ ডোজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে একে আবদুল মোমেন। 

তিনি বলেন, ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২০ লাখ ডোজ এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ১৫ লাখ ডোজ আসবে।

রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “বৃহস্পতিবার আমরা একসাথে ৩৫ লাখ টিকা পেয়ে যাব। টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত। দেশে টিকা আসার পরপরই তা দেয়ার কর্মসূচি শুরু হবে।”

অন্যান্য দেশ থেকে বাংলাদেশ উপহার হিসেবে টিকা পাবে কি না এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তিনি এ সম্পর্কে অবগত নন, তবে রাশিয়া ও চীনসহ আরও অনেক দেশ টিকা সরবরাহে আগ্রহী।

উপহার হিসেবে যে টিকা আসবে তা বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে হস্তান্তর করা হবে।

   

About

Popular Links

x