টাঙ্গাইলের বাসাইল উপজলোয় বিয়ের পর দিন নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) উপজেলা পশ্চিমপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নববধূর নাম জান্নাতুল আক্তার তন্বী। তিনি উপজেলার জড়াশাহীবাগ এলাকার আবুল হাশেম খানশুরের মেয়ে।
জানা গেছে, জান্নাতুল আক্তারের সঙ্গে বাসাইল পশ্চিমপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জের ধরে মঙ্গলবার তারা দু’জন প্রথমে আদালতের মাধ্যমে বিয়ে করেন। এরপর দুই পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনে সামাজিকভাবে বিয়ে হয়।
নিহত জান্নাতুল আক্তারের মা বিউটি বেগম বলেন, স্বামীর বাড়িতে তার মেয়ে প্রথম রাত কাটায়। এরপর সকালে জানতে পারি সে আত্মহত্যা করেছে।
তন্বীর স্বামী সাদেক আহমেদ সাইমের ভাবি হাশি খানম বলেন, “সকালে সবাই একত্রে খাবার খেয়েছি। পরে আমার দেবর সাইম বাজারে যায়। এরপর সবার অজান্তে তন্বী আত্মহত্যা করে।”
এ বিষয়ে বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।