Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়দুল নয়তলা ভবনের চতুর্থ তলায় কাজ করতে গিয়ে অসতর্কিত হয়ে নিচে পড়ে যায় বলে জানায় তার সহকর্মী

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:৩২ এএম

রাজধানীর গেন্ডারিয়ায় সাধনা ভবনের কাছে নির্মাণাধীন নয়তলা ভবনের চতুর্থতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছে।

মৃত জয়দুল রাড়ি (৪০), শরীয়তপুরের সখিপুর উপজেলার মৃত শহীদ রাড়ির ছেলে। সে পরিবারের সাথে রাজধানীর উত্তর জুরাইন মিরহাজিরবাগ পাইপ রোডের একটি ভাড়া বাসায় থাকতো।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জয়দুল ভবনের চতুর্থ তলায় কাজ করতে গিয়ে অসতর্কিত হয়ে নিচে পড়ে যায় বলে জানায় তার সহকর্মী আকাশ। 

পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ডিএমসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

   

About

Popular Links

x