আগরতলা ষড়যন্ত্র মামলার দ্বিতীয় আসামি শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় বোন মাহামুদা বেগম মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে রাজধানীর মগবাজারে বোনের বাসায় তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মাহামুদা বেগম ১৯৪৮ সালে পিরোজপুরের ডুমুরতলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।