Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের কারণে স্থগিত বাণিজ্যমেলা

করোনা মহামারির কারণে জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০২:০৭ পিএম

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় “ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা” আয়োজন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
রাজধানীর অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছিল।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, ‘’মেলা হলে মানুষের সমাগম হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় রেখে আপাতত মেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে মেলার আয়োজন করা হবে।‘’
উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিবছর জানুয়ারি মাসে রাজধানীর শেরো বাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে। এবার করোনাভাইরাস মহামারির কারণে জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এখনও করোনাভাইরাসের ঝুঁকি থাকায় সেই সিদ্ধান্তও স্থগিত করা হলো।
ইপিবি জানায়, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেখানে ৮০০টি স্টল রয়েছে।

   

About

Popular Links

x