Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

গবেষণায় জালিয়াতি: ৩ ঢাবি শিক্ষকের পদাবনতি

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৯:৫৫ এএম

গবেষণা জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষকের পদাবনতি হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের একাধিক সদস্য ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পদাবনতি হওয়া তিন শিক্ষক হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক। 

পদাবনতি হওয়া শিক্ষকদের মধ্যে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি করা হয়েছে। সৈয়দ মাহফুজুল হক মারজান শিক্ষা ছুটিতে রয়েছেন। ছুটি শেষে তিনি চাকরিতে যোগদান করার পর আরও দুই বছর তিনি প্রভাষক পদে থাকবেন। সহকারী অধ্যাপক ওমর ফারুকের পিএইচডি ডিগ্রি বাতিলসহ তাকে প্রভাষক পদে পদাবনতি করা হয়।


   

About

Popular Links

x