Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে দেওয়াল ধসে নিহত ২

এর মধ্যে ঘটনাস্থলেই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয় এবং আহত অপর ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৬:৩০ পিএম

চট্টগ্রামে সীমানা প্রাচীর ভেঙে এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) নগরীর ডাবল মুরিং থানার অধীন আগ্রাবাদ দেবর পাড় এলাকায় একটি নির্মাণ সাইটের পাশে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহীদ উলাহ (৭০) এবং আল আমিন (৩০)। 

এর মধ্যে ঘটনাস্থলেই প্রবীণ ব্যক্তির মৃত্যু হয় এবং আহত অপর ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, "জুমার নামাজ শেষে বাড়ি ফিরে আসার সময় প্রবীণ ব্যক্তির ওপর প্রাচীরটি ধসে পড়ে।"

সিএমসিএইচ পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান ঢাকা ট্রিবিউনকে জানান, "মোট তিনজনকে হাসপাতালে আনা হয়েছে।"

তিনি বলেন, "দায়িত্বরত চিকিৎসক বৃদ্ধ ব্যক্তিটিকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যান। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেওয়াল ধসের কারণ তদন্ত করছে।About

Popular Links