Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে হোস্টেলের ইরার সঙ্গে দেখা হয় অন্যান্য মেয়েদের। পরবর্তীতে ইরার রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পায় তারা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৯:০৩ পিএম

রাজশাহীর মির্জাপুর সংলগ্ন এলাকার একটি হোস্টেল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে নিহত ওই শিক্ষার্থীর নাম মোবাসসিরা তাহসিন ইরা। তিনি রাবির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে হোস্টেলের ইরার সঙ্গে দেখা হয় অন্যান্য মেয়েদের। পরবর্তীতে ইরার রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পায় তারা। 

এ বিষয়ে রাজশাহীর মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।"

   

About

Popular Links

x