Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন, পুড়ে ছাই ৬ ঘর

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে


আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:২০ পিএম

যশোর কেন্দ্রীয় কারাগারের আগুন লেগে ব্যারাকের ৬টি ঘর পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তাদের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, জানান জেলার তুহিন কান্তি খান।

অগ্নিকাণ্ডে ব্যারাকের ছয়টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।


About

Popular Links