Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

তবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৫ পিএম

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাস ও মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।  

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রী মারা যান। তবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল আলীম সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কক্সবাজারে দিকে থানারভারপ্রাপ্ত কর্মকর্তা `পাল্কী’ নামের একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে টেকনাফমুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন যাত্রী মারা যান। এসময় গুরুতর আহত আরও একজনের অবস্থা আশংকাজনক। নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। 

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

About

Popular Links