যশোরের নাভারনের রেল বাজার এলাকা থেকে ৪৮৮ বোতল নিষিদ্ধ মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে র্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা মো. মতিয়ার রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। মতিয়ার শার্শার ইসলামপুরের মো. আব্দুল জলিলের ছেলে।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদ পেয়ে তারা শার্শা থানাধীন নাভারন রেল বাজারস্থ মিজান সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। বেলা দেড়টার দিকে বেনাপোলগামী রাস্তা থেকে মো. মতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৪৮৮ বোতল মদ জব্দ করা হয়।
তিনি বলেন, “তাকে শার্শা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”