Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর

মন্ত্রী আরও বলেন, বেসরকারি খাত এখন ভ্যাকসিন সেবা দিতে চায়। এটা অনেক আনন্দের খবর

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১ পিএম

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আগে “নো মাস্ক, নো সার্ভিস” চালু হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা তা তিন মাস পর করে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে “জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি খাতের সম্পৃক্ততা” শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার।” 

“আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল--নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস।  সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি। ”

মন্ত্রী আরও বলেন, “বেসরকারি খাত এখন ভ্যাকসিন সেবা দিতে চায়। এটা অনেক আনন্দের খবর।  প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বেসরকারি খাতে ভ্যাকসিন দেয়ার কথা বিবেচনা করবো।”

   

About

Popular Links

x