Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের অর্থনীতি ভাল করছে: অর্থমন্ত্রী

‘বিগত ১৪ বছর যাবত আমরা সুন্দরভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি।’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৩ পিএম

এক দশক ধরে বাংলাদেশের অর্থনীতি সাবলীল গতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। এ সময় তিনি আরও এক দশক গতিশীল অর্থনীতিরও আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, রবিবার (২৩ সেপ্টেম্বর) সোনারগাঁও হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। 

বক্তব্যে অর্থমন্ত্রী এম এ মুহিত বলেন, “বিগত ১৪ বছর যাবত আমরা সুন্দরভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আমি মনে করি আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে আমাদের আরও এক দশক প্রয়োজন।”

এসডিজি অর্জনে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের ভূমিকা শীর্ষক এ সম্মেলনটির আয়োজন করে ইন্সটিটিউট অব কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি)।অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর ও জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সম্মেলনে মূল নিবন্ধ উপস্থাপন করেন টেকসই উন্নয়নে গ্লোবাল রিপোর্টিং ইনেশিয়েটিভ’র (জিআরআই) পিত্রো বার্টাঝি। মুহিত আরও বলেন, “সরকার বিগত ১০ বছর অর্থনীতিতে এফেকটিভ ডিমান্ড বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। কারণ এটি হচ্ছে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র পথ। এর অর্থ হচ্ছে আরও বেশি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। অধিক মানুষের সম্পৃক্তিতে পণ্য পরিধি বাড়বে এবং এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাবে।”

মন্ত্রী আরও বলেন, “অর্থনীতিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দারিদ্র বিমোচনে সাফল্য অর্জন করছে। এতে বাজার ও বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। বাণিজ্য সম্প্রসারণ সরকার দক্ষিণ এশিয়াসহ বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্ক জোরদারে কাজ করছে।”

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি সভাপতি এম সেলিম ও মহাসচিব আবদুর রহমান।


   

About

Popular Links

x