Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আটক ১

বুধবার ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) অভিযুক্ত মোশাররফকে পুলিশে সোপর্দ করা হয়। সে উপজেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন, আবুল কাশেম ও স্থানীয় ইউপি সদস্য জহির জানান, মানসিক প্রতিবন্ধী ওই তরুণী বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। 

মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে ঘোরাফেরা করতে থাকলে ওই তরুণীকে স্কুলের পেছনের বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মোশাররফ হোসেন। এসময় একজন রাজমিস্ত্রী ঘটনাটি দেখে ফেলে। পরে বুধবার ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক তদন্ত রকিবুল ইসলাম জানান, স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x