Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ছেলের মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে আ.লীগ নেত্রী নিহত

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাবিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৪ পিএম

ছেলের মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রত্না বেগম (৪০) নিহত হয়েছেন।

গতকাল রবিবার সাড়ে ১১টার দিকে ছাতক উপজেলার কৈতক সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সাবিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবিনা সুলতানা জানান, রবিবার রাতে সিলেট শহরের রাজার গলি এলাকার নিজ বাসা থেকে ছেলের মোটরসাইকেলে করে ছাতকের কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক সেতুর কাছে পরনের ওড়না চাকায় পেঁচিয়ে গেলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে ছেলে ও স্থানীয়রা রত্নাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএনবির খবরে বলা হয়, রত্না বেগম গত সিটি করপোরেশন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন।

About

Popular Links