Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

'নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে'

স্পিকার বলেন, ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি আত্মপরিচয়ের মাইলফলক। বাঙালি জাতির চেতনার উণ্মেষে অণির্বান দ্বীপশিখা তাই এ ইতিহাস নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং আরও জানতে উৎসাহিত করতে হবে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৪ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্ত্বরে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার (২০ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। 

এ সময় স্পিকার বলেন, "ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি আত্মপরিচয়ের মাইলফলক। বাঙালি জাতির চেতনার উণ্মেষে অণির্বান দ্বীপশিখা। তাই এ ইতিহাস নতুন প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে এবং আরও জানতে উৎসাহিত করতে হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি শিরিন শারমিন চৌধুরী ছাড়া আরও বক্তব্য দেন--বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসিফ হাসান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং গণসংযোগ ও ফোরামের  সহ-সভাপতি মো. তারিক মাহমুদ। 

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, "পৃথিবীর মধ্যে বাংলা ভাষাই একমাত্র ভাষা, যা রক্ত দিয়ে অর্জিত। ভাষা আন্দোলনই প্রথমে স্বাধীকার এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে রুপান্তরিত হয়েছিল।"

অনুষ্ঠানে স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহসহ অতিরিক্ত সচিব এবং আবাসিক কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x