Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে ২ বাসের সংঘর্ষে নিহত ৭

ঢাকা থেকে যাওয়ার পথে বাসের চালক বারবার ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি তিনি। বরং বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৮ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বনাথে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে জেলার বিশ্বনাথ উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুই বাসের আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, লন্ডন এক্সপ্রেস বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বিপরীত দিক থেকে এনা পরিবহনের একটি বাস আসছিল। রশিদপুরে বাসদুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হওয়া ছাড়াও দুই বাসের অন্তত পঞ্চাশজন যাত্রী আহত হয়েছেন।

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে যাওয়ার পথে বাসের চালক বারবার ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি তিনি। বরং বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক কুবাদ আলী সরকার ঢাকা ট্রিবিউনকে বলেন, “ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে।”

About

Popular Links