Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিঙ্গাপুরে আগুনে পুড়ে দুই বাংলাদেশির মৃত্যু

নিহতরা হলেন- সোহেল মো. (২৩) এবং মো. আনিসুজ্জামান (২৯)

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০২:৩২ পিএম

সিঙ্গাপুরে টুয়াস শিল্প এলাকায় আগুনে পুড়ে বাংলাদেশি ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর স্থানীয় সময় বুধবার  এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সোহেল মো. (২৩) এবং মো. আনিসুজ্জামান (২৯)। একই ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় নাগরিক মারিমুথু এস (৩৮)। 

অভিবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা  ইটস রেইনিং রেইনকোর্টস (আইআরআর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

পোস্টটিতে বলা হয়েছে, টুয়াস অ্যাভিনিউ ১১ এর ৩২ই তে আগুনের সূত্রপাত হলে দশ জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে দুজনকে তাদের নিয়োগকর্তারা এনজি টেং ফং জেনারেল হাসপাতালে নিয়ে যান। অন্য আটজনকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠায় দেশটির সিভিল ডিফেন্স ফোর্স।  এদের ভেতরই ভেতরই তিনজন শ্রমিকের মৃত্যু হয়।  


About

Popular Links