Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে বয়সসীমা বিবেচনা করা হবে’

বুধবার (৩ মার্চ)  মন্ত্রণালয়ের এক সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৪:১৭ পিএম

ভ্যাকসিনের প্রাপ্যতা সাপেক্ষে বয়সসীমার বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আগামী জুন-জুলাই পর্যন্ত প্রথম ধাপে দেড় কোটি মানুষকে ভ্যাকসিন  দেওয়ার কথা রয়েছে।” 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী মে মাসের ভেতর  ৪ কোটির ভেতর অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ৯ লাখ টিকা পাবে বাংলাদেশ।”

কয়েক মাসের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ফলে খুব শীঘ্রই শিক্ষক-শিক্ষার্থীদেরও ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x