Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বেড়েই চলেছে সংক্রমণের হার

২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৪:০৭ পিএম

দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত আরও বেড়েছে বলে মঙ্গলবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯১২ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৮৭ জনে পৌঁছেছে।

এর আগে সোমবার ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু এবং ৮৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় অধিদপ্তর।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৭ হাজার ৯৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৭৫টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.১৩ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছির ৪.৯৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৫৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

About

Popular Links