Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবন থেকে বিপন্ন মৃত ডলফিন উদ্ধার

উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্ত দুই ফুট দশ ইঞ্চি

আপডেট : ১১ মার্চ ২০২১, ০৯:৩৮ পিএম

পূর্ব সুন্দরবনে মহাবিপন্ন শুশুক প্রজাতির একটি ডলফিন মৃত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে শরণখোলা রেঞ্জের ভোলা নদীর চর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য চার ফুট এবং প্রস্ত দুই ফুট দশ ইঞ্চি।

বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, দুপুর ২টার দিকে ফেরদৌস মোল্লা নামের এক ট্রলার চালক ভোলা নদীর চরে ডলফিনটি মৃত অবস্থায় আটকে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বনরক্ষী ও শরণখোলা ডলফিন সংরক্ষণ দলের সদস্যরা শুশুক প্রজাতির ওই ডলফিনটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায়। 

তিনি আরও জানান, ওই দিন বিকেলে সেটির নমুনা সংগ্রহ করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটি চাপা দেয়া হয়েছে। ডলফিনটির গায়ে কোনো প্রকার ক্ষত চিহ্ন নেই। তবে সংগ্রহিত নমুনা পরীক্ষার পরে মৃত্যুর কারণ জানা যাবে।

About

Popular Links