Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: বিশ্ব মৃত্যু ২৬ লাখ ২৯ হাজার ছাড়ালো

অন্যদিকে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১১ কোটি ৮৫ লাখ

আপডেট : ১২ মার্চ ২০২১, ১১:৩৯ এএম

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার জন। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১১ কোটি ৮৫ লাখ। 

শুক্রবার (১২ মার্চ)  সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৫ লাখ ৪৫ হাজার ৯৩৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ লাখ ২৯ হাজার ৩৫৭ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৭১ লাখ ২১ হাজার ৩০৪ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৭১৩ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৭৭ হাজার ৭১৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭২ হাজার ৮৮৯ জনের।

About

Popular Links