Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বমুখী

২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, ১ ,০৬৬ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে

আপডেট : ১২ মার্চ ২০২১, ০৩:৪৯ পিএম

দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে।

শুক্রবার (১২ মার্চ)  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ ,০৬৬ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনে পৌঁছেছে।


সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৫, ৭৮২টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৬,১১১টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.৬২%। আগেরদিন শনাক্তের হার ছির ৫.৮২ %। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.১২%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৫৩%।

নতুন যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী একজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬,৪৪২ জন বা ৭৫ দশমিক ৬৫% এবং নারী ২ হাজার ৭৩ জন বা ২৪.৩৫%।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,২৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ১৭২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৭১%।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

About

Popular Links