Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

সংখ্যা বিবেচনায় শনাক্ত কমলেও গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০% এর বেশি

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৪:০৬ পিএম

দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ঘণ্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৯ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু ও ২ হাজার ১৮৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৮ হাজার ৯৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯১৭টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.০৪%। আগেরদিন শনাক্তের হার ছিল ১০.৪৫%।

মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৮%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৫২%।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ১৪১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৫৯%।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

About

Popular Links