Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

বৃহস্পতিবার ভোর রাতে অভিযুক্ত আমিনুল ইসলামকে (২০) গ্রেফতার করে পুলিশ

আপডেট : ১৯ মার্চ ২০২১, ০৭:৩৪ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

বুধবার (১৭ মার্চ) দিবাগত রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলা দায়ের পর বৃহস্পতিবার ভোর রাতে অভিযুক্ত আমিনুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ১২ মার্চ দুপুরে উপজেলার হরনাথপুর গ্রামের মো. সলেমুদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ওই শিক্ষার্থীকে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখায়। পরে ওই শিক্ষার্থী তার মায়ের কাছে বিষয়টি জানায়।

মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শামসুল আলম জানান, মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে ধর্ষক আমিনুল ইসলামকে  গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x