দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৫৮৭ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে ৩ মাসে এ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে।
এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৫ জনের মৃত্যু এবং ৩,৫৬৭ জন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২২টি পরীক্ষাগারে ২৭ হাজার ৩২৪টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৫টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.২৬%।
এর আগে বুধবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২.৯৭ %। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ %। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫১ %।
নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ৯ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬৫০ জন বা ৭৫ দশমিক ৫৯ % এবং নারী ২ হাজার ১৪৭ জন বা ২৪ দশমিক ৪১ %।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমকি ৬৭ %।