করোনাভাইরাসের সংক্রমণ ইস্যুতে সাধারণ ছুটির কোনও চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকরা সাধারণ ছুটি দেয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কী না, জানতে চাইলে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছে তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা এ সিদ্ধান্তগুলো প্রতিপালন করবো। তারপর আমরা দেখবো অবস্থা কী। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দেব। এ মুহূর্ত থেকে আমরা ধরে নিলেও আগামী ১৪ দিন অর্থাৎ ১১ বা ১২ এপ্রিল পর্যন্ত নির্দেশনাগুলো চলবে।”
তিনি আরও বলেন, “এ ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারি যদি নিয়মিত মাস্ক পড়ি ও শারীরিক দূরত্ব মেনে চলি এবং হাত পরিষ্কার রাখি। এটি কিন্তু আমাদের কাছে অজানা কিছু নয়, আমাদের অনেক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতা নিয়ে অনেকেই আছেন আক্রান্ত হননি, সতর্কতার কারণে। আমরা সতর্ক থাকলেই যে এটাকে নিয়ন্ত্রিত করতে পারি, তা প্রমাণিত।”