অভিনেত্রী মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌসুমী-ওমর সানী দম্পতির ছেলে ফারদীন এহসান স্বাধীন।
জানা গেছে, ওমর সানী ছাড়া পরিবারের সকল সদস্যদের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
তিনি জানান, আমার বাবা (ওমর সানী) ছাড়া পরিবারের সবার করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি সবাইকে তাদের জন্য দোয়া করতে বলেন।
এর আগে, শনিবার ওমর সানী এক ফেসবুক পোস্টে বলেন, আমার স্ত্রী, ছেলে, বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।”
২৪ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকা নেন এ তারকা দম্পতি। গত ২৬ মার্চ ছেলে ফারদীনের বিয়ে আকদ সম্পন্ন হয় কানাডা প্রবাসী আয়েশার সঙ্গে।