যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৪০০ ম্যালেরিয়ানাশক ইনজেকশন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৯)।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার খড়িডাংগা গ্রামের একটি মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ওই ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার করা হয় ।
বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের একটি চালান সীমান্ত পার করে খড়িডাংগার মাঠে মজুদ করছে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল ও ভারতীয় ম্যালেরিয়ানাশক ইনজেকশন উদ্ধার করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ৫৯০ বোতল ফেনসিডিল ও ম্যালেরিয়া নাশক ইনজেকশন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।