Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বেনাপোলে আটক ফেনসিডিল, হাজার হাজার ইনজেকশন

সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের একটি চালান সীমান্ত পার করে খড়িডাংগার মাঠে মজুদ করছে।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৬ পিএম

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ৪০০ ম্যালেরিয়ানাশক ইনজেকশন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪৯)।  

আজ শুক্রবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার খড়িডাংগা গ্রামের একটি মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ওই ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার করা হয় ।

বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের একটি চালান সীমান্ত পার করে খড়িডাংগার মাঠে মজুদ করছে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিল ও ভারতীয় ম্যালেরিয়ানাশক ইনজেকশন উদ্ধার করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ৫৯০ বোতল ফেনসিডিল ও ম্যালেরিয়া নাশক ইনজেকশন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x