Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

হেফাজতের সহিংসতা: নারায়ণগঞ্জে কাউন্সিলর গ্রেফতার

মঙ্গলবার দিবাগত রাতে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর, বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০৩:০১ পিএম

হেফাজত ইসলামের হরতালে সহিংসতার ঘটনার মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর, বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৭ এপ্রিল) র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ, র‌্যাব ৭টি  মামলা দায়ের করে। পরে ঢাকা আহসান গ্রুপের এজি প্রোপার্টিজ ডেভেলপমেন্টস লি. এর সিনিয়র এক্সিকিউটি সোহেল আহমেদ ও বিআরটিসি যাত্রাবাড়ি বাস ডিপো’র পরিযান পরিদর্শক হুমায়ুন আজাদ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরও ২টি মামলা করেন। এখন পর্যন্ত মোট ৯টি মামলায় বিএনপি, জামায়েত নেতাসহ ১৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো প্রায় ৩,৭০০ জনকে আসামি করা হয়।


   

About

Popular Links

x