Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেডিকেলে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষার্থীর `আত্মহত্যা'

নিহত শিক্ষার্থী এই বছর ঢাকার আইডিয়াল কলেজ থেকে সব বিষয়ে এ+  পেয়ে এইচএসসি পাস করেন       

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০৩:৪৬ পিএম

রাজধানী ঢাকার দক্ষিণ মুগদা এলাকায় এক শিক্ষার্থী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে “আত্মহত্যা” করেছেন বলে জানা গেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম তানিমা রহমান নিহা (২০)।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।  

নিহতের বাবা মো. মিজানুর রহমান বলেন, “ছোট থেকেই সবসময় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত তানিমা। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে গত দুই-তিন দিন ধরে সে খুব হতাশ ছিল। মঙ্গলবার সন্ধ্যায়, সে ছাদে গিয়ে হয় দুর্ঘটনাক্রমে পড়ে গেছে অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাফ দিয়েছে।”  

তিনি আরও জানান, এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। 

নিহত শিক্ষার্থী তানিমা দুই ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ ছিল। তিনি এই বছর ঢাকার আইডিয়াল কলেজ থেকে সব সাবজেক্টে এ+ পেয়ে এইচএসসি পাস করেন।        

   

About

Popular Links

x