Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

মধ্য মেঘনায় ফেরিতে আগুন, পুড়লো পণ্যবাহী ট্রাক

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১২:১৮ পিএম

মেঘনা নদীতে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের "কলমীলতা" নামের একটি পণ্যবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় ফেরিতে থাকা একটি ট্রাক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তাদের। এ ঘটনায় ফেরিতে থাকা ছয়টি পণ্যবাহী ট্রাক পুড়ে গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে ফেরিটি রওনা দেয়। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ফেরিটিতে আগুন লাগে। এসময় ফেরিতে ১১টি ট্রাক ছিল।

ফেরির কর্মচারী আলম সিকদার জানান, ফেরিটি মতিরহাট এলাকা পৌঁছানোর কিছুক্ষণ পড়েই আগুন লাগে ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের কর্মীদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে। পরবর্তীতে খবর পেয়ে ভোলা থেকে ফেরি "কিষাণি"তে করে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় ফেরি ঘাট কর্মকর্তা এমরান হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

   

About

Popular Links

x