Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইসিইউতে কবরী

বুধবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সকাল পর্যন্ত তার জন্য  আইসিইউয়ের ব্যবস্থা করা যায়নি বলে জানান কবরীর সহকারী

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৪:৩১ পিএম

চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত অভিনেত্রী কবরীকে। বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই হাসপাতালটির পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ। 

বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে কবরীর। সকাল ১১টা পর্যন্ত কোনও আইসিইউয়ের ব্যবস্থা করা যায়নি বলে জানান তার সহকারী নুর উদ্দিন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা করেন। 

গত ৫ এপ্রিল, দুপুরে করোনাভাইরাস শনাক্ত হয় বরেণ্য এ অভিনেত্রীর। সেদিন রাতেই ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গুণী এ অভিনয়শিল্পীকে। 

সম্প্রতি কবরী শুটিং শেষ করেছেন ‘এই তুমি সেই তুমি’ নামের নতুন একটি সিনেমার। সরকারি অনুদানের এই ছবির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিল। 

   

About

Popular Links

x