Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

জেএমবির ভারপ্রাপ্ত আমির গ্রেফতার

২০০৫ সালে সিরিজ বোমা হামলায় সংশ্লিষ্টতার কারণে গ্রেফতার করা হয় তাকে

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১০:৩৩ এএম

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)ভারপ্রাপ্ত আমির রেজাউল হক ওরফে রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে তাকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। 

গ্রেফতার রেজা তানভির মাহমুদ ওরফে শিহাব ওরফে আহনাফ নামেও পরিচিত। 

ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার দুপুরে বাড্ডায় ডিএমপির যুগ্ম কমিশনার এম ইলিয়াস শরীফের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ইলিয়াস শরীফ জানান, জঙ্গি সংগঠনটির দাওয়াহ ও বায়তুলমাল বিভাগেরর প্রধান ছিল রেজাউল।

জেএমবি’র শীর্ষস্থানীয় নেতার নির্দেশনা অনুযায়ী, সারাদেশে জিএমবি কার্যক্রম পরিচালিত করতো সে।

এরআগে ২০০৫ সালে সিরিজ বোমা হামলায় সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর ২০১৭ে সালে জামিন হয় তার।

সিটিটিসি’র দেওয়া তথ্যানুযায়ী, রেজাউল সংগঠনটির একমাত্র শুরা সদস্য।

 

About

Popular Links