Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজার বিমানবন্দর এলাকায় ২ হাজার গুলি উদ্ধার

ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০১:০৬ পিএম

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে দুই হাজার গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মেশিনগান, রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে জানা গেছে। 

রবিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

জানা গেছে, বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিল। সেই মাটি ভরাট ও খোঁড়াখুঁড়ির একপর্যায়ে বস্তাভর্তি এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একই সঙ্গে খবর পেয়ে বিমানবাহিনীর কর্মকর্তারাও হাজির হন ঘটনাস্থলে।   পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরোনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০-৬০ বছর আগের। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

   

About

Popular Links

x