গোপালগঞ্জের কাশিয়ানী থানার কোয়ার্টার থেকে মো. রোকনুজ্জামান (২৫) নামের এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে থানা কোয়ার্টারের সিঁড়ির রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে কাশিয়ানী থানা পুলিশ তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রোকনুজ্জামান রাজবাড়ীর পাংশা উপজেলার দীগলহাট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি তিন-চার মাস আগে কাশিয়ানী থানায় এসআই হিসেবে যোগদান করেন। রোকনুজ্জামান থানা কোয়ার্টারে একটি কক্ষে থাকতেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, “পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আমার বিয়ষটি তদন্ত করে দেখছি।”