করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।
গণমাধ্যমসূত্রে জানা গেছে, এপ্রিলের শুরুর দিকে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন অধ্যাপক শামসুজ্জামান। তারা উভয়ই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডি্ক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। গত রবিবার থেকে আইসিইউতে ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত সোমবার (১২ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে বর্তমানে তার স্ত্রীর শারীরিক অবস্থা কিছুটা ভালো।
১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন শামসুজ্জামান খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। এবং ১৯৬৪ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বছর তিনি জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন। ২০০৯ সালে ২৪ মে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হন। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।